Waqf Act: পুড়ছে গোটা সামশেরগঞ্জ, একেবারে ভিন্ন ছবি ধরা দিল হিন্দু অধ্যুষিত সিংহপাড়া এলাকায়

ABP Ananda Live: হিংসার গনগনে আঁচে যখন পুড়ছে গোটা সামশেরগঞ্জ। তারই মধ্যে হিংসা, হানাহানি থেকে দূরে একেবারে ভিন্ন ছবি ধরা দিল সামশেরগঞ্জের হিন্দু অধ্যুষিত সিংহপাড়া এলাকায়।

 

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় প্রতিবাদের নামে হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদে। এরই মধ্যে দিকে-দিকে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন আক্রান্তরা। কোথাও দেরিতে আসার অভিযোগ, কোথাও বিএসএফকে বিপথে চালনা করার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। এই পরিস্থতিতে বিএসএফের স্থায়ী ক্যাম্প চাইছেন আক্রান্তরা। সোমবার ধুলিয়ানের ঠাকুরপাড়া এলাকায় যান বিএসএফের এডিজি। তাঁকে ঘিরে ধরে হাতজোড় করে এলাকায় ক্যাম্প তৈরির আর্জি জানান মহিলারা। এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছেন, শনিবার দুপুরের পর থেকে কোনও রকম অপ্রীতিকর ঘটনার অভিযোগ আসেনি। এদিকে ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম এখনও পর্যন্ত বাড়ি ফিরতে পারেননি। শনিবার, ধুলিয়ান পুরসভা এলাকায় তাঁর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। সেই থেকে এলাকাছাড়া তৃণমূল বিধায়ক।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola