Waqf Bill: 'সিপিএমের পুলিশও লাঠি চালায়নি', জঙ্গিপুরে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ সিদ্দিকুল্লা চৌধুরী

Murshidabad News: জমিয়তে উলেমা-এ-হিন্দ-এর রাজ্য সভাপতি তথা গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বলেন, "সিপিএমের জমানায়ও হয়নি। সিপিএমের পুলিশ কিন্তু আমাদের ওপর লাঠিচার্জ করেনি। এটা সত্য কথা আমরা সুযোগই দিইনি। বহু সভা করেছি, তো পুলিশকে লাঠিচার্জ কেন করতে হল, আমি জানি না, যারাই আন্দোলন করবেন, হিংসাত্মক আন্দোলন করলে ফেল হয়ে যাবেন। আমরা হিংসা চাই না, হিংসাত্মক হলে আমরা আটকে যাব, ক্ষতিগ্রস্ত হব।'' 

 

কারও হাতে বেশি ক্ষমতা চলে গেলে অপব্যবহার করা হয়: সৌগত রায় 

“৪ এপ্রিল আমাদের সাংসদরা নির্বাচন কমিশনে গিয়েছিলেন স্মারকলিপি দিতে। আমি মিছিলে যাইনি। বিজয় চকে অপেক্ষা করছিলাম। আমি চোখে দেখিনি। সত্যি বলে থাকলে দলের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। পুলিশকে বলার মতো ঘটবে কেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ ছিলেন। ওয়াকফ বিলের দিন ছাড়া আসতে পারেনি। ফলে সবটা ম্যানেজ করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হচ্ছিল না। কারও হাতে বেশি ক্ষমতা চলে গেলে অপব্যবহার করা হয়,” সৌগত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola