Water Crisis: গরম পড়তেই খাস কলকাতার পুর এলাকায় জলের সঙ্কট | ABP Ananda LIVE

Continues below advertisement

Water Crisis:গরম পড়তেই পানীয় জলের সঙ্কট। তাও আবার খাস কলকাতার পুর এলাকায়! টালিগঞ্জের একাধিক জায়গায় মিলছে না পর্যাপ্ত পানীয় জল। অনেক সময় এত নোংরা জল আসছে, তা পানের অযোগ্য। এমনই অভিযোগে সরব হয়েছেন সুকান্ত পল্লি, অরবিন্দনগর, সমাজগড় এলাকার বাসিন্দারা। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram