WB By Election 2024: রানাঘাট দক্ষিণের পায়রাডাঙা অঞ্চলে বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুর

Continues below advertisement

ABP Ananda LIVE:  রানাঘাট দক্ষিণের (Ranaghat South)পায়রাডাঙা অঞ্চলে বিজেপি এজেন্টের (bjp agent)বাড়ি ভাঙচুর। জানলার কাচ, সিসি ক্যামেরা ভাঙচুর। মাঝরাতে ৩০-৩৫জন চড়াও হয়, আভিযোগ বিজেপি কর্মীর।

বাজার আগুন। ক্রমশ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সবজির দাম। এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি নিয়ে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। শাক সবজি থেকে মাছ-মাংস। দাম বাড়তে বাড়তে কার্যত মধ্য়বিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারের বাজেট ঠিক করতেই ঘেমে নেয়ে একসা হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মঙ্গলবার মূল্য়বৃদ্ধি নিয়ন্ত্রণে তৈরি বিশেষ টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।  শাক সবজি থেকে মাছ মাংস অগ্নিমূল্য় বাজারদর। মুখ্য়মন্ত্রীর বার্তার পর কি বাজারদর নিয়ন্ত্রণে আনতে কোনও পদক্ষেপ নেওয়া হবে? সেই অপেক্ষায় মধ্য়বিত্ত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram