WB Assembly By Election: ৪ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল
WB Assembly By Election 2024 : ৪ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল। লোকসভা ভোটে হেরে এবার বিধানসভায় লড়াইয়ের দৌড়ে ২ তৃণমূল প্রার্থী। অন্যদিকে বাকি ২ টি কেন্দ্রে তৃণমূল লড়াইয়ে নামাল নতুন ২ মুখকে। লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই, এবার রাজ্যের ৪ টি বিধানসভা আসনে উপনির্বাচন। আর ৪টি কেন্দ্রের জন্য়ই সবার প্রথম প্রার্থী ঘোষণা করল তৃণমূল। আর এই ৪ টি কেন্দ্রের মধ্যে ২টিতে 'সেকেন্ড চান্স' পেলেন লোকসভা ভোটে পরাজিত ২ তৃণমূল প্রার্থী। যাঁরা ২ জনেই দলবদল করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হল, লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে তৃণমূলের পরাজিত প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে। রানাঘাট দক্ষিণে প্রার্থী হলেন, রানাঘাট লোকসভা আসনে পরাজিত মুকুটমণি অধিকারী। মানিকতলা কেন্দ্র থেকে টিকিট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। একদিকে যখন মেয়েকে শ্রেয়া পাণ্ডেকে টিকিট না দিয়ে মানিকতলায় সুপ্তি পাণ্ডেকে টিকিট দিল তৃণমূল,তখন বাগদায় মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করল ঘাসফুল শিবির। রায়গঞ্জ ও রানাঘাট ২ টি লোকসভা আসনেই এবার জয়ী হয়েছে বিজেপি।আর এই দুই লোকসভা কেন্দ্রের অধীনস্থ দুটি বিধানসভা কেন্দ্রেই এবার ভোট।আসন ধরে রাখার চ্য়ালেঞ্জ বিজেপির সামনে। উল্টোদিকে বিজেপির থেকে আসন ছিনিয়ে নিয়ে বিধানসভায় শক্তি আরও বাড়াতে ঝাঁপিয়েছে তৃণমূল। ABP Ananda Live