Assembly Election: ছাব্বিশের ভোটের আগে পাহাড় সমস্যার সমাধানে ত্রিপাক্ষিক বৈঠকের ডাক কেন্দ্রের

ABP Ananda Live: ছাব্বিশের ভোটের আগে পাহাড় সমস্যার সমাধানে ফের ত্রিপাক্ষিক বৈঠকের ডাক কেন্দ্রের। ২ এপ্রিল দ্বিতীয় দফার বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তকে। দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলের সবপক্ষ এবং রাজ্য সরকারের সব প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে আমন্ত্রণ পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন রাজু বিস্ত। এই বৈঠক ফলপ্রসূ হবে বলে আশাবাদী বিজেপি সাংসদ।

ফের উত্তপ্ত জগদ্দল, অর্জুন সিংহর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ

ফের উত্তপ্ত জগদ্দল, অর্জুন সিংহর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোল উদ্ধার হয়েছে, খবর পুলিশ সূত্রে। পুলিশের সামনে ৫-৭ রাউন্ড গুলি চলেছে, অভিযোগ অর্জুনের। গুলিবিদ্ধ এক ব্যক্তিকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। অর্জুন সিংহ নিজেই গুলি চালিয়েছেন, পুলিশকে জানিয়েছেন জখম ব্যক্তি, খবর সূত্রের। অর্জুনকে নোটিস পাঠাল পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola