WB Assembly Election: পরবর্তী বিধানসভা ভোটের আগে দলে সাংগঠনিক রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল

Continues below advertisement

ABP Ananda Live: পরবর্তী বিধানসভা ভোটের আগে দলে সাংগঠনিক রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। সূত্রের খবর, শীঘ্রই সেই রদবদল হতে চলেছে। তার আগে শুরু হয়েছে, সর্ষের মধ্যে ভূত অর্থাৎ দলের মধ্যে বিশ্বাসঘাতকদের খুঁজে চিহ্নিত করার কাজ। কিন্তু কী থেকে এমন ভাবনা? উত্তর পেতে ফিরে যেতে হবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে। 

 

৫ অগাস্টের পর থেকে, বাংলাদেশে জেল ভেঙে পালানো শয়ে শয়ে বন্দি এখনও পলাতক। যা কপালে ভাঁজ ফেলেছে ভারতীয় গোয়েন্দাদের। জেল পালানো জঙ্গিরা ভারতে ঢুকে পড়েনি তো? ঢোকার ছক কষছে না তো? ভারতে ঢুকে নাশকতা বা জঙ্গি মডিউল তৈরির পরিকল্পনা নেই তো? আশঙ্কাটা বাড়ছে কারণ সম্প্রতি সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশি নাগরিককে কলকাতা থেকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে ভারতের ভুয়ো পাসপোর্ট....নদিয়া ও দিল্লির ঠিকানা দেওয়া দু-দুটো জাল আধার কার্ড উদ্ধার হয়।  সম্প্রতি কর্ণাটকের চিত্রদূর্গ থেকে ৬ জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করে পুলিশ। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢোকে তারা। তারপর কলকাতা থেকে জাল পরিচয়পত্র সংগ্রহ করে। সেখান থেকে কর্ণাটকে পৌঁছন।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram