Biman Banerjee: 'BJP- এই ওয়াক আউট করা একদম ঠিক কাজ হয়নি বলে আমার মনে হয়', বললেন বিমান বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement

ABP Ananda LIVE: 'এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুন্দভাবে আলোচনা হচ্ছিল, সরকার পক্ষে যাঁরা তাঁরা উত্তর দিচ্ছিলেন। কারও উত্তর পছন্দ হতে পারে তাঁদের আবার নাও হতে পারে, কিন্তু হইচই চিৎকার করাটা বাঞ্ছনীয় নয়। গণতন্ত্রে সবার বলার অধিকার রয়েছে, শুনতে হবে সবাইকে। শেনার মতো দৈর্য্য থাকা দরকার, মানসিকতা থাকা দরকার। বিজেপির এই ওয়াক আউট করা একদম ঠিক কাজ হয়নি বলে আমার মনে হয়', বললেন বিমান বন্দ্যোপাধ্যায়।

স্কুলে না গিয়েও ডামি শিক্ষিকা দিয়ে কাজ, অভিযুক্ত তৃণমূল নেতা। চণ্ডীপুরে অভিযুক্ত তৃণমূলের নেতা শিক্ষক স্বপন প্রধান । স্কুলে না গিয়েও বেতন তোলার অভিযোগ! মাসের শেষে হাজিরা খাতায় সই! ডামি শিক্ষিকা রেখে কাজ চালানোর অভিযোগ! শাসক নেতা শিক্ষকের কীর্তিতে শোরগোল পূর্ব মেদিনীপুরে তোলপাড় । ভিত্তিহীন অভিযোগ, সব আমার রেকর্ড বলবে, দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। স্কুলে না গিয়ে ডামি শিক্ষিকা রেখে কাজ চালানোর অভিযোগ উঠল তৃণমূল নেতা শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ভগবানখালি নতুন প্রাথমিক বিদ্য়ালয়ের শিক্ষক স্বপন প্রধানকে শো-কজ করেছেন জেলা বিদ্য়ালয় পরিদর্শক। এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram