
Awas Scam: আবাসের টাকা পেতে কাটমানি, দিনহাটা পুরসভার তৎকালীন চেয়ারম্যানকে শোকজ হাইকোর্টের
ABP Ananda Live: আবাসের টাকা পেতে ২০ হাজার করে কাটমানির অভিযোগ। দিনহাটা পুরসভার তৎকালীন চেয়ারম্যান উদয়ন গুহকে শোকজ হাইকোর্টের। বিচারাধীন বিষয় বলে মন্তব্যে নারাজ উদয়ন।
লন্ডন যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর
'২ বছর পরপর আমরা বাইরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু একদল লোক আছে, যাঁরা কুচক্রী। জাপান আমাদের বারবার আমন্ত্রণ জানিয়েছে, ২ বছর পর যাব। পোলান্ড, অস্ট্রেলিয়া, কানাডাও আমন্ত্রণ জানিয়েছে', জানালেন মুখ্যমন্ত্রী। লন্ডন যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর। টাস্ক ফোর্সে প্রশাসনিক দিকের দায়িত্বে বিবেক কুমার, প্রভাত মিশ্রর মতো IAS-রা। থাকবেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজিপি রাজীব কুমার ও সিপি মনোজ ভার্মা। মন্ত্রীদের মধ্যে দায়িত্বে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসুরা। দায়িত্বে থাকবেন অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। দলের বিষয়টা দেখে নেবেন সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়।