BJP News: তাপসী মণ্ডলের জায়গায় দায়িত্ব নিচ্ছেন মলয় সিন্হা?
ABP Ananda Live: তমলুক সাংগঠনিক জেলার নতুন সভাপতি হতে চলেছে মলয় সিন্হা। তাপসী মণ্ডলের জায়গায় দায়িত্ব নিচ্ছেন মলয় সিন্হা। আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে আগামী শনিবার।
তৃণমূলের মুসলিম বিধায়কদের শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্য নিয়ে এদিনও বিধানসভা উত্তাল
তৃণমূলের মুসলিম বিধায়কদের শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্য নিয়ে এতাপসী মণ্ডলের জায়গায় দায়িত্ব নিচ্ছেন মলয় সিন্হাদিনও বিধানসভা উত্তাল। অধিবেশন শুরুর আগে ফের বিস্ফোরক হুমায়ুন কবীর। এখনও 'ঠুসে দেওয়া'র মন্তব্যে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'ঠুসে দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। স্পিকারের সচিবালয়ে নিরাপত্তা বাড়ানোর জন্য চিঠি দিচ্ছে। যার দম নেই, সে সেকথা বলে কেন? গোটা সম্প্রদায়কে আক্রমণ করে কেন? আমাদের সম্প্রদায়ের সব লোক তো এখনও মুখ খোলেনি। আমি একা মুখ খুলেছি, তাতেই বলছে বিধানসভার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাদের দলের বিধায়ক বলছে খুন হয়ে যেতে পারে আমরা কি খুন করতে আসি না কি? সেও বিধানসভার সদস্য আমরাও সদস্য। সে যদি আমাকে তুলে ফেলতে পারে। আমিও তাকে ঠুসে দিতে পারি', মন্তব্য হুমায়ুন কবীরের।