WB Budget Session: হেরেও লজ্জা নেই, বিধানসভায় পরিকল্পিত বিশৃঙ্খলা বিজেপির: মুখ্যমন্ত্রী | Bangla News

Continues below advertisement

আজ বিধানসভার বাজেট অধিবেশনে প্রায় ১ ঘণ্টা ধরে নাটকীয় পরিস্থিতি। বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপির। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পুরভোটে সন্ত্রাস নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। হাতজোড় রাজ্যপালকে ভাষণ শুরু করতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর অনুরোধের বেশ খানিকক্ষণ পর আসনে বসেন রাজ্যপাল। বিজেপির বিক্ষোভের জেরে বিধানসভা থেকে বেরিয়ে যেতে উদ্যত হন রাজ্যপাল। শেষ মুহূর্তে রাজ্যপাল জগদীপ ধনকড় ভাষণের প্রথম এবং শেষ লাইন পড়ে তাঁর সাংবিধানিক দায়বদ্ধতা পালন করেন। এরপর নিয়ম মেনে বিধানসভা থেকে বেরিয়ে যান রাজ্যপাল। তাঁর বিদায় জানাতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

রাজ্যপাল বেরিয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, "বিধানসভায় অভূতপূর্ব ঘটনা ঘটেছে, আগে এরকম দেখিনি। তৃণমূলের বিধায়করা বারবার রাজ্যপালকে অনুরোধ করেন। এরকম কখনও হয়নি, রাজ্যপালকে ধন্যবাদ জানাচ্ছি। বিজেপি যে অসভ্যতা, অভদ্রতা করল, হেরেও লজ্জা নেই। বিজেপি যা করেছে, ঠিক করেনি, যা করেছে তা লজ্জার। নিজের ওয়ার্ডেও জিততে পারেনি, হেরে গিয়ে নাটক। বিধানসভায় পরিকল্পিত বিশৃঙ্খলা তৈরি করেছে বিজেপি। ভাষণ না পড়ে চলে যাচ্ছিলেন রাজ্যপাল, হাতজোড় করে অনুরোধ করেছি। বিজেপি গণতন্ত্র মানে না, আমরা রাষ্ট্রপতিকেও সম্মান জানাই।" তিনি যোগ করেন, "রাজ্যপাল যাতে ভাষণ না পড়েন, অধিবেশন শুরু না হয়, তার চেষ্টা করেছে বিজেপি। হয়তো ওনার উপরে চাপ ছিল, শেষপর্যন্ত ভাষণ পড়েছেন, ধন্যবাদ। ভাষণের শেষ লাইন পড়েছেন রাজ্যপাল, এজন্য ওনাকে ধন্যবাদ।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram