WB By Election 2024: মাদারিহাটে বুথে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, গাড়ি আটকে বিক্ষোভ,গাড়ি ভাঙচুর

West bengal By Poll: মাদারিহাটে বুথে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, গাড়ি ভাঙচুর। বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর। চা-বাগানের শ্রমিকদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। সারা বছর কেন দেখা মেলে না? অভিযোগ চা-বাগানকর্মীদের। মাদারিহাটে বুথ থেকে বিজেপির এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ। খবর পেয়েই রায়পাড়ার বুথে বিজেপি প্রার্থী, তৃণমূলের সঙ্গে বচসা। পুলিশের সঙ্গেও বচসা বিজেপি প্রার্থী রাহুল লোহারের। নিজেই বুথ থেকে চলে গেছেন বিজেপির এজেন্ট, পাল্টা দাবি তৃণমূলের। 

'জগদ্দলে যেখানে গুলি চলেছে সেখান থেকে ফিতে দিয়ে মাপলে ২০-২৫ মিটার দূরত্বে থানা।  থানার পিছনে জুয়ার ঠেক চলে, মদের ঠেক চলে', গুলি কাণ্ডে মন্তব্য অর্জুন সিংহের।  আরও খবর, নৈহাটিতে চলছে ভোট, ভাটপাড়ায় চলল গুলি। গুলিতে নিহত তৃণমূলের ওয়ার্ড সভাপতি অশোক সাউ। জখম ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি। দোকানে ঢুকে গুলি চালায় বেপরোয়া দুষ্কৃতীরা। এলোপাথাড়ি বোমাও ছোড়ার অভিযোগ স্থানীয়দের। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola