Wb By poll:'ভোটে যা করার করেছে,গণনায় ওরা নতুন কিছু না করলে, জয় হবে মানুষের',হুঙ্কার বিজেপি প্রার্থীর
ABP Ananda Live: 'ভোটে যা করার করেছে। গণনায় ওরা নতুন কিছু না করলে, জয় হবে মানুষের। কেউ আহত হলে নৈহাটি স্তব্ধ হবে, হুঙ্কার বিজেপি প্রার্থীর। কোনও গন্ডগোল হবে না। অসুবিধায় পড়লে বিজেপি প্রার্থীর কাছে আমার নম্বর আছে, ফোন করলেই সব ঠিক হয়ে যাবে,' কটাক্ষ তৃণমূল প্রার্থী সনৎ দে-র।
আজ রাজ্যে উপনির্বাচনের ফলপ্রকাশ। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ভোটের রেজাল্ট আউট। ফলে, তাঁদের বিধানসভা কেন্দ্রগুলি বিধায়কশূন্য় হয়ে পড়েছে। ২০২১-র বিধানসভা নির্বাচনে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা ও সিতাইয়ে জয় পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র মাদারিহাট আসনে জয়ী হন বিজেপির মনোজ টিগ্গা। এই ছয় আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে জিতে, সাংসদ হয়েছেন। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রের ২০০ মিটার এলাকা। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রথম স্তরে থাকছে রাজ্য় পুলিশ। দ্বিতীয় স্তরে, রাজ্য় পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও। আর তৃতীয় বা শেষ স্তরে থাকবেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।