Kunal Ghosh: দলের সঙ্গে অন্তর্ঘাতের প্রস্তাব দিয়ে, সহযোগিতার জন্য ফোন করেছিলেন কল্যাণ চৌবে: কুণাল
ABP Ananda LIVE: 'দলের সঙ্গে অন্তর্ঘাতের প্রস্তাব দিয়ে, উপনির্বাচনে সহযোগিতার জন্য ফোন করেছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।' মানিকতলার ভোটের আগের দিন একটা অডিও ক্লিপ সামনে এনে বিস্ফোরক অভিযোগ করলেন কুণাল ঘোষ। তাঁর আরও দাবি, 'গত রবিবার কল্য়াণ চৌবে যখন তাঁকে ফোন করেছিলেন, তখন তিনি ক্রীড়াক্ষেত্রে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের টোপ দিয়েছিলেন।' কুণাল ঘোষকে ফোনের কথা স্বীকার করে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের দাবি, তিনি জানতেন, আগামী মাসে বিজেপি নেতাদের সঙ্গে, এ রাজ্যের বাইরে কুণাল ঘোষের বসার কথা আছে। সেজন্য়ই তিনি ফোন করেছিলেন। যদিও প্রলোভন দেওয়ার কথা পুরোপুরি অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী।
বাজার আগুন। ক্রমশ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সবজির দাম। এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি নিয়ে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। শাক সবজি থেকে মাছ-মাংস। দাম বাড়তে বাড়তে কার্যত মধ্য়বিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারের বাজেট ঠিক করতেই ঘেমে নেয়ে একসা হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মঙ্গলবার মূল্য়বৃদ্ধি নিয়ন্ত্রণে তৈরি বিশেষ টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। শাক সবজি থেকে মাছ মাংস অগ্নিমূল্য় বাজারদর। মুখ্য়মন্ত্রীর বার্তার পর কি বাজারদর নিয়ন্ত্রণে আনতে কোনও পদক্ষেপ নেওয়া হবে? সেই অপেক্ষায় মধ্য়বিত্ত।