Kunal Ghosh: কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক কুণাল ঘোষ। ABP Ananda live

Kalyan Chaubey: উপনির্বাচনের (Maniktala By ELection 2024) আগে তৃণমূলের কুণালকে ফোন বিজেপির কল্যাণ চৌবের? মানিকতলা উপনির্বাচনের আগে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা কুণাল ঘোষের। ফোন করে তৃণমূলের কুণালকে 'অফার' বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের! 'বেশি বাড়াবাড়ি করলে আরও অডিও আছে, প্রকাশ্যে আনব', হুঁশিয়ারি কুণালের (Kunal Ghosh)। এদিন কুণাল বলেন,'৭ জুলাই, রবিবার রাত সাড়ে ১১টায় ফোন করেন বিজেপি প্রার্থী। উপনির্বাচনের আগে তৃণমূলের কুণালকে ফোন বিজেপির কল্যাণ চৌবের? দলের সঙ্গে অন্তর্ঘাতের প্রস্তাব দিয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের ফোন। উপনির্বাচনে সহযোগিতার জন্য ফোন করেছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।' কুণালের সংযোজন, 'ক্রীড়াক্ষেত্রে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের টোপ দিয়েছিলেন কল্যাণ। এআইএফএফ সভাপতি পদের অপব্যবহার করে টোপ দিয়েছিলেন কল্যাণ। অন্তর্ঘাতের প্রস্তাব দিয়ে ক্রীড়াক্ষেত্রে টোপ দিয়েছিলেন বিজেপি প্রার্থী। মানিকতলা ভোটের আগে দলের সঙ্গে বেইমানি করার প্রস্তাব কল্যাণ চৌবের', অডিও ক্লিপ প্রকাশ্যে এনে বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola