WB By Election Result 2024: বাংলার ৬ উপনির্বাচনে সবুজ ঝড়, ফের বিজেপির ভরাডুবি।
ABP Ananda Live: বাংলার ৬ উপনির্বাচনে সবুজ ঝড়, ফের বিজেপির ভরাডুবি। মেদিনীপুর বিধানসভাও হাতছাড়া। মেদিনীপুরে ৩৩ হাজার ১৯০ ভোটে জয়ী তৃণমূল। উপনির্বাচনে জয়ী হলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। কোচবিহারে সিতাই বিধানসভায় ১ লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জিতল তৃণমূল। সেখানে প্রার্থী ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়। বিপুল ভোটে জয়ী হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। হাড়োয়ায় ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস।এদিন সকাল থেকেই হাড়োয়া কেন্দ্রে ক্রমশ পাল্লা ভারী হতে দেখা গিয়েছিল শাসকদলের। নৈহাটির পর এবার মাদারিহাট। মাদারিহাটে ৩০ হাজার ৩০৯ ভোটে জয়ী তৃণমূল। শনিবার গণনাপর্বের শুরুতেই তৃণমূলের জয়ের ইঙ্গিত মেলে মাদারিহাটে।
মহারাষ্ট্রে ঐতিহাসিক জয়ের পর শনিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে অবস্থিত বিজেপির সদর দফতরে আয়োজিত বিজয় উৎসবে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi। সেখানে বক্তব্য রাখার সময়ে মহারাষ্ট্রে (Maharashtra) বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি (Mahayuti) জোটের রের্কড জয়ের জন্য সেখানকার মানুষকে অভিনন্দন জানানোর পাশাপাশি কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি জোটকে কটাক্ষ করেন তিনি। বলেন, "মহারাষ্ট্রের মানুষ নেতিবাচক ও পরিবারতান্ত্রিক রাজনীতিকে পরাজিত করেছেন।" পাশাপাশি জানান মহারাষ্ট্রের জয় উন্নত ভারত গড়ার কাজকে আরও শক্তিশালী করেছে।
দিল্লির সদর দফতরে হাজির হওয়া বিজেপি নেতা ও কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "উন্নয়ন, সুশাসন ও সামাজিক ন্যায়ের জয় হয়েছে মহারাষ্ট্রে। অন্যদিকে পরাজয় হয়েছে মিথ্যা ও কুৎসার রাজনীতির। আজ পরাজয় হয়েছে নেতিবাচক রাজনীতির। আজ পরাজয় হয়েছে পরিবারবাদের। এর ফলে বিকশিত ভারতের সংকল্প আরও জোরদার হল। আমি এই জয়ের জন্য গোটা দেশজুড়ে থাকা বিজেপি ও এনডিএ কর্মীদের অভিনন্দন জানাই।"