WB By Poll:খুনের বদলা নিতেই কি ভাটপাড়ায় শ্যুটআউট? তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ নিহতের পরিবারের

Continues below advertisement

ABP Ananda Live: খুনের বদলা নিতেই খুন? তৃণমূলের দিকেই অভিযোগ পরিবারের। নৈহাটিতে ভোট, পাশের ভাটপাড়ায় গুলি করে খুন! ভাটপাড়ায় তৃণমূলকর্মীকে গুলি করে খুন, একজন গ্রেফতার। সাতসকালে চায়ের দোকানে এলোপাথাড়ি গুলি, বোমা। ছানার কাছেই তৃণমূলকর্মী অশোক সাউকে গুলি করে খুন। 

এবার হাওড়াতেও ট্যাব কেলেঙ্কারির অভিযোগ। হাওড়ার ২৮টি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ। ১২০ জন স্কুল পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের। 

ট্য়াব কেনার জন্য় সরকারি টাকা ঢোকার কথা পড়ুয়াদের অ্য়াকাউন্টে। কিন্তু কোথাও সেই টাকা গায়েব হয়ে যাচ্ছে! কোথাও আবার সেই টাকা ঢুকছে ভিনরাজ্য়ের অ্য়াকাউন্টে! ঘটনায় একাধিক জায়গা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। কোথাও 'ট্য়াব' কেনার জন্য় রাজ্য় সরকারের দেওয়া টাকা একজনের বদলে অন্যের অ্য়াকাউন্টে চলে গেছে!

কোথাও বাংলার সরকারি প্রকল্পের টাকা সরাসরি পড়ছে ভিনরাজ্য়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো কোথাও তো আবার একজনের অ্যাকাউন্টেই টাকা পড়েছে দু'বার। একের পর এক আজব অদ্ভূতুড়ে ঘটনা। আর তাতেই আতান্তরে ভবিষ্যৎ। এ যেন 'তরুণের স্বপ্ন চুরি'! তরুণদের স্বপ্নভঙ্গ। ট্যাব কেলেঙ্কারির ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এই ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram