Mamata Banerjee: ১০০ দিনের কাজের বরাদ্দ নিয়ে মিথ্যা প্রচার, অভিযোগ মুখ্যমন্ত্রীর
১০০ দিনের প্রকল্পে আর্থিক বরাদ্দ নিয়ে বিজেপি মিথ্যে প্রচার করছে বলে অভিযোগ (MGNREGA Allocation)। সোশাল মিডিয়ায় পোস্ট করে এই নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, ১০০ দিনের বকেয়া নিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের লেখা চিঠির জবাব কেন্দ্র পাঠিয়েছে বলে জানালেন রাজ্যপাল। কেন্দ্রের সেই চিঠি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন সিভি আনন্দ বোস। (Mamata Banerjee)
Tags :
Bangla News MGNREGA TMC ABP Ananda LIVE BJP ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS MGNREGA Allocation