WB Corona: রাজ্যে ফের করোনায় দৈনিক মৃত্যু ৩০-র উপরে, গত ২৪ ঘণ্টায় মৃত ৩২ | Bangla News

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার (Corona) সংক্রমণ, মৃত্যু। রাজ্যে একদিনে ফের তিরিশের উপরেই করোনায় মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ৩২জনের মৃত্যু, ৭৩৬জন সংক্রমিত। উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃত্যুতে শীর্ষে পঃ বর্ধমান। পঃ বর্ধমানে একদিনে ৯জনের মৃত্যু, ৩৪জন সংক্রমিত। কলকাতায় একদিনে ৫জনের মৃত্যু, ১০৮জন সংক্রমিত। বাঁকুড়ায় একদিনে ৫জনের মৃত্যু, ২৫জন করোনা আক্রান্ত। উঃ ২৪ পরগনায় একদিনে ৪জনের মৃত্যু, ৯৪জন সংক্রমিত। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola