WB Corona: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে টানা ৮ দিন ৩০-র ওপরেই করোনায় মৃত্যু | Bangla News

Continues below advertisement

রাতের শহরে যাদবপুরের (Jadavpur) কৃষ্ণা গ্লাসের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কা। ১জনের মৃত্যু, আহত ৬জনের মধ্যে একজন আশঙ্কাজনক। ৩ আরোহী পাকড়াও।

যাদবপুরের পর গোলপার্কেও বেপরোয়া গতির তাণ্ডব। ফুটপাথে উঠে গেল ভারত সরকারের বোর্ড লাগানো নীলবাতির গাড়ি। ভাঙল একের পর এক দোকান।

এবিপি আনন্দের খবরের জের। চলন্ত ট্রেনে শ্লীলতাহানিতে অভিযুক্ত অবশেষে গ্রেফতার। দমদম স্টেশনে (Dumdum Station) আসতেই পাকড়াও।

আগেও বারবার এক অপরাধ। একই উদ্দেশ্যে ট্রেনে উঠেছিল অভিযুক্ত, দাবি জিআরপির (GRP)। যাত্রীসুরক্ষায় প্রশ্ন বিরোধীদের। শুধুই রাজনীতি, পাল্টা বিজেপি।

সময়ে ঋণ মেটাতে না পারায় মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল বেসরকারি ব্যাঙ্কের এক কর্মীর বিরুদ্ধে। শনিবার হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

রাজ্যে টানা ৮ দিন ৩০-র ওপরেই করোনায় মৃত্যু। রাজ্যে একদিনে ৯ হাজার ১৯১ জন করোনা আক্রান্ত। একদিনে করোনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে।

করোনাকালে এবার পাড়ায় পাড়ায় স্কুল কচিকাঁচাদের। প্রাথমিকে নতুন প্রকল্প আনছে রাজ্য। নাম 'পাড়ায় শিক্ষালয়'। সোমবারই ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram