WB Corona: 'এমন দিন আসছে, যারা পজিটিভ নয় তাঁদের কোয়ারেন্টাইন করতে হবে', বাংলার করোনা পরিস্থিতি নিয়ে চিকিৎসক অজয় সরকার | Bangla News

'যা পরিস্থিতি হচ্ছে, তা আগামিদিনে সামাল দেওয়া কঠিন হবে। আমরা দিতে পারব না - এটা ঘটনা। যেভাবে সংখ্যা বাড়ছে, আমাদের সংখ্যার পিছনে না দৌড়নোই ভালো। আমরা যতটা টেস্ট করছি, টেস্ট করছি না তার থেকেও বেশি। সবকটাই ওমিক্রন (Omicron), ফলে প্রকোপটা কম। কোভিড প্রোটকল আমাদের চালিয়ে যেতে হবে, টিকা নিতে হবে, বুস্টারটাও নিতে হবে। আমার মনে হয়, এমন দিন আসছে যে যারা পজিটিভ নয় তাঁদের কোয়ারেন্টাইন করতে হবে আর যারা পজিটিভ তাঁরা মাস্ক পরে ঘুরবেন', রাজ্যের পজিটিভিটি রেট নিয়ে কেন্দ্রের রিপোর্ট প্রসঙ্গে বললেন চিকিৎসক অজয় সরকার (Dr. Ajay Sarkar)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola