WB Corona: টানা ১১দিন ৩০-র ওপরেই রাজ্যের করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা | Bangla News

Continues below advertisement

রাজ্যে টানা ১১দিন করোনায় তিরিশের উপরেই মৃত্যু। রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত হয়ে ৩৬জনের মৃত্যু। রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমে ৪ হাজার ৪৯৪জন। রাজ্যে করোনায় দৈনিক মৃত্যুতে শীর্ষে দঃ ২৪ পরগনা। দঃ ২৪ পরগনায় একদিনে ৯জনের মৃত্যু. ৪২৩জন সংক্রমিত। উঃ ২৪ পরগনায় একদিনে ৭জনের মৃত্যু, ৫৮৩জন সংক্রমিত। কলকাতায় (Kolkata) একদিনে ৫৯১জন করোনা আক্রান্ত, ৭জনের মৃত্যু হয়েছে। উদ্বেগ বজায় রেখে দৈনিক সংক্রমণে চতুর্থ স্থানে দার্জিলিং। দার্জিলিঙে একদিনে করোনায় ৩২২জনের মৃত্যু, ২জনের মৃত্যু হয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram