WB Flood: গতকাল রাতে ফের জল ছাড়ল ডিভিসি। এবার আরও কিছুটা কমেছে জল ছাড়ার পরিমাণ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: গতকাল রাতে ফের জল ছাড়ল ডিভিসি। এবার আরও কিছুটা কমেছে জল ছাড়ার পরিমাণ। গতকাল দুপুর পর্যন্ত মাইথন, পাঞ্চেতে জল ছাড়ার পরিমাণ হল ১ লক্ষ কিউসেকের বেশি। রাতে সেই পরিমাণ কমিয়ে ৫০ হাজার কিউসেক করা হয়। গতকাল রাতে মাইথন থেকে ১০ হাজার পাঞ্চেত থেকে ৪০ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এরফলে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া কমিয়েছে রাজ্যের সেচ দফতর। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমে হয়েছে ৫৮ হাজার কিউসেক। 

আগামীকাল দুপুর তিনটের সময় স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। ওই মিছিলে সাধারণ নাগরিকদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শনিবার থেকে জরুরি বিভাগে যোগদান করছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলন একটি জায়গায় আটকে রাখা যাবে না, হুঙ্কার জুনিয়র ডাক্তারদের। ন্যায়বিচারের দাবিতে আন্দোলন থামবে না, হুঙ্কার আন্দোলনকারীদের। কাল মিছিলের পর নিজের কলেজে ফিরে যাব, জানালেন জুনিয়র ডাক্তাররা। যতদিন প্রকৃত দোষীরা না ধরা পড়ছে ততদিন আন্দোলন চলবে, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। আংশিকভাবে কাজে ফিরব, কাল থেকে বন্যা দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করব, জানালেন জুনিয়র ডাক্তাররা। ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানিতে নজর থাকবে, রাজ্যের নির্দেশিকা কবে কার্যকর হয়, নজর থাকবে, ততদিন আংশিক কর্মবিরতি চলবে, জানালেন জুনিয়র ডাক্তাররা। সাংবাদিক বৈঠকে কী বলছেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram