WBFlood:DVC-র ছাড়া জলে ভাসছে খানাকুলের প্রায় ২৪টি গ্রাম পঞ্চায়েত এলাকা।নৌকা,ভেলায় চড়ে চলছে যাতায়াত
ABP Ananda LIVE: হুগলির খানাকুলে এবার ত্রাণের জন্য ক্ষোভ। এখনও কোথাও কোথাও একতলা সমান জল। মারোকানা গ্রাম পঞ্চায়েত এলাকায় স্কুলবাড়ির দোতলা পর্যন্ত জল উঠেছে। DVC-র ছাড়া জলে ভাসছে. খানাকুলের প্রায় ২৪টি গ্রাম পঞ্চায়েত এলাকা। নৌকা বা কলার ভেলায় চড়ে চলছে যাতায়াত। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু রাস্তায় খোলা আকাশের নীচে। বন্যা দুর্গতদের অভিযোগ, মাথার ওপর ত্রিপল জোটেনি, মিলছে না পর্যাপ্ত খাবার। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। যদিও প্রশাসনের দাবি, প্রতিটি এলাকাতেই ত্রাণ বিলি করা হচ্ছে।
টানা ৪২ দিনের আন্দোলন শেষে আজ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজি কর মেডিক্যালে জরুরি বিভাগে সকাল থেকে কাজ শুরু করেছেন তাঁরা। এদিন সকাল ৮টা থেকে জরুরি পরিষেবা শুরু করেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। আইসি, আইটিইউ-তে তাঁরা কাজ যোগ দিয়েছেন। অন্যদিকে, OPD-তে বসছেন সিনিয়র ডাক্তাররা। এখনই সেখানে কাজে যোগ দিচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। ট্রমা কেয়ারও অ্যাটেন্ড করছেন তাঁরা। আগামী ২৭ সেপ্টেম্বর রয়েছে আরজি মামলার পরবর্তী শুনানি। এরমধ্যে তাঁরা তাঁদের নিরাপত্তার বিষয়গুলি মিটিয়ে দেওয়ার আবেদন রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাই এই পরিস্থিতিতে আংশিক পরিষেবা শুরু করেছেন তাঁরা। সমস্যার সমাধান না হলে পুনরায় কর্মবিরতি চালু করতে পারেন।