WB Flood Situation: খানাকুল থানার বন্যা দুর্গত এলাকায় হুগলি গ্রামীণ পুলিশের তরফে ত্রাণ বণ্টন।
ABP Ananda LIVE: হুগলি গ্রামীণ পুলিশের তরফে ত্রাণ বণ্টন। খানাকুল থানার বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছে গেছে হুগলি গ্রামীণ পুলিশ। আগামী কয়েকদিন এভাবেই ত্রাণ বিলি করা হবে পুলিশের তরফে জানানো হয়েছে। বিভিন্ন এলাকায় ক্যাম্প করা হবে বলেও জানিয়েছেন হুগলি গ্রামীণ পুলিশের সুপার।
টানা ৪২ দিনের আন্দোলন শেষে আজ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজি কর মেডিক্যালে জরুরি বিভাগে সকাল থেকে কাজ শুরু করেছেন তাঁরা। এদিন সকাল ৮টা থেকে জরুরি পরিষেবা শুরু করেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। আইসি, আইটিইউ-তে তাঁরা কাজ যোগ দিয়েছেন। অন্যদিকে, OPD-তে বসছেন সিনিয়র ডাক্তাররা। এখনই সেখানে কাজে যোগ দিচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। ট্রমা কেয়ারও অ্যাটেন্ড করছেন তাঁরা। আগামী ২৭ সেপ্টেম্বর রয়েছে আরজি মামলার পরবর্তী শুনানি। এরমধ্যে তাঁরা তাঁদের নিরাপত্তার বিষয়গুলি মিটিয়ে দেওয়ার আবেদন রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাই এই পরিস্থিতিতে আংশিক পরিষেবা শুরু করেছেন তাঁরা। সমস্যার সমাধান না হলে পুনরায় কর্মবিরতি চালু করতে পারেন।