WB Assembly Session: মন্ত্রী ও বিধায়কদের বেতন সংক্রান্ত সংশোধনী বিলেও সই করলেন না রাজ্যপাল
মন্ত্রী ও বিধায়কদের বেতন সংক্রান্ত সংশোধনী বিলেও সই করলেন না রাজ্যপাল। ফলে পুজোর মধ্যে তড়িঘড়ি একদিনের বিধানসভা অধিবেশন ডেকেও বিল পাস করাতে পারছে না রাজ্য। নিয়ম অনুযায়ী, আর্থিক বিলে আগেই রাজ্যপালের অনুমোদন লাগে। বিধানসভা সূত্রে খবর, পদ্ধতি মেনে বেশ কয়েকদিন আগেই রাজ্যপালের কাছে বিল পাঠানো হয়েছিল।
Tags :
Bengal Governor C V Ananda Bose West Bengal Assembly Session Public Representatives Salary Bill