CV Ananda Bose: সকাল ১১টায় রাজভবনে DA-আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক রাজ্যপালের
DA-আন্দোলনের জট কাটাতে এবার আসরে নেমেছেন রাজ্যপাল। সকাল ১১টায় রাজভবনে সংগ্রামী যৌথ মঞ্চের ৫ প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন সি ভি আনন্দ বোস। রাজ্যপাল DA-আন্দোলনকারীদের অনশন তোলার বার্তা দেওয়ার পরেই এই বৈঠকের আয়োজন করা হয়। সূত্রের খবর, আন্দোলনকারী ও রাজ্য সরকারের মধ্যে মধ্যস্থতা করার দায়িত্ব নিতে পারেন রাজ্যপাল। বকেয়া DA, শূন্যপদে স্বচ্ছ নিয়োগ ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, মূলত এই ৩টি দাবিই রাজ্যপালের কাছে তুলে ধরবেন। DA-আন্দোলনকারীরা। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, ১০ মার্চ ধর্মঘটে সামিল হওয়ায় কয়েকজন সরকারি কর্মীকে শোকজ করা হয়েছে। যদিও এরপরও আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। শহিদ মিনারে তাদের ধর্না-অবস্থান আজ ৪৫ দিনে পড়ল। অনশন আন্দোলন পা দিল ৩১ দিনে। গতকাল সন্ধেয় DA-ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন আরও এক অনশনকারী। ইন্দ্রজিৎ মণ্ডল নামে সরকারি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে ২ জন অনশনকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।