WB HS Results Toppers: তৃতীয় হব একেবারেই ভাবিনি'' প্রতিক্রিয়া কলকাতার রহিনের

উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থানে রয়েছেন মোট চারজন। তাঁদের অন্যতম কলকাতা থেকে পাঠভবন স্কুলের রহিন সেন। তাঁর কথায়, 'টেস্টে ঠিকঠাক ফল করেছিলাম, খুব একটা ভাল করতে পারিনি। তৃতীয় হব একেবারেই ভাবিনি।' ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা? 'রেজাল্টের জন্য অপেক্ষা করছিলাম। আমি এরপর ইকোনমিক্স ও স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে চাই। আমার দ্বাদশেও ইকো-স্ট্যাট-ম্যাথ এই কম্বিনেশনই ছিল।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola