WB JEE Result: উচ্চমাধ্যমিকের রেজাল্টের ৩ মাস পার, এখনও কলেজে আটকে ভর্তি, অথৈ জলে লাখ লাখ পড়ুয়া

ABP Ananda LIVE: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের ৪০ দিন পর, ভর্তির অনলাইন পোর্টালের উদ্বোধন করেছিলেন শিক্ষামন্ত্রী কিন্তু, ভর্তি আজও শুরু হয়নি। রাজ্যের ১৭ টি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৪৬০ টি কলেজে থমকে রয়েছে ভর্তি প্রক্রিয়া। আর এই নিয়ে পড়ুয়াদের পাশাপাশি উদ্বেগ বাড়ছে কলেজ কর্তৃপক্ষেরও। অধ্যক্ষদের অনেকেরই বক্তব্য, এই জটের গেরোয় পড়ে রাজ্যের বাইরে চলে যাচ্ছেন বহু মেধাবী পড়ুয়া।  বিকল্প পথ খোঁজা হোক, এমনটাও চাইছেন অনেক অধ্যাপক। আর ভর্তি জট নিয়ে টানাপোড়েন যখন তুঙ্গে, তখন কলেজে ভর্তি হতে না পেরে বাড়িতে বসে চূড়ান্ত হতাশা নিয়ে দিন কাটাচ্ছেন বহু পড়ুয়া।  এদিকে এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। নৈরাজ্য তৈরি করা হচ্ছে, তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছে বিজেপি। রাজ্যের বহু চেষ্টার পরও মামলা করে জট পাকিয়ে দেওয়া হচ্ছে বলে পাল্টা বিরোধীদেরকে নিশানা করেছে তৃণমূল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola