Ramnavami: রামনবমী উপলক্ষ্যে বসিরহাটে মিছিলে সামিল মিঠুন

ABP Ananda LIVE: রামনবমী উপলক্ষ্যে বসিরহাটে মিছিলে সামিল মিঠুন চক্রবর্তী ও সুকান্ত মজুমদার। 

 

ঠাকুরপুকুরকাণ্ডে পরিচালকের গাড়িতে থাকা বাকি যাত্রীদের নিয়ে প্রশ্ন পুলিশের

ঠাকুরপুকুরকাণ্ডে পরিচালকের গাড়িতে থাকা বাকি যাত্রীদের নিয়ে প্রশ্ন পুলিশের। 'পরিচালক মত্ত জেনেও, কেন গাড়িতে উঠলেন বাকিরা?' গাড়িতে থাকা বাকিরাও অভিযুক্ত হতে পারেন, সওয়াল সরকারি আইনজীবীর। কারা কারা গাড়িতে ছিলেন? পরিচালকের বয়ানে একাধিক অসঙ্গতি, সওয়াল সরকারি আইনজীবীর। 'বাস দুর্ঘটনায় চালক গ্রেফতার হলে যাত্রীদেরও কি গ্রেফতার করা হয়?' পাল্টা প্রশ্ন ধৃত পরিচালক সিদ্ধান্ত দাসের আইনজীবীর। 

 

চাকরি বাতিল থেকে শিক্ষকদের মার, প্রতিবাদে পথে বামেরা

চাকরি বাতিল থেকে শিক্ষকদের মার, প্রতিবাদে পথে বামেরা। রাসবিহারী থেকে গড়িয়াহাট পর্যন্ত বামেদের মিছিল । 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola