Amit Shah: বঙ্গে আসছেন অমিত শাহ। ভোটের রণকৌশল নির্ধারণ করে দিতে পারেন? BJP News

ABP Anada Live: প্রধানমন্ত্রীর সভার এক দিন পরই বঙ্গে আসছেন অমিত শাহ । ছাব্বিশের ভোটের আগে কাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । রবিবার নেতাজি ইন্ডোরে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক শাহের । ছাব্বিশের ভোটের রণকৌশল নির্ধারণ করে দিতে পারেন শাহ । বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিজেপির রাজ্য সভাপতি । বিজেপি রাজ্য সভাপতির মুখে ফের ‘অপারেশন বাংলা’। প্রধানমন্ত্রী এসে সুর বেঁধে দিয়েছেন, এবার সাংগঠনিক বৈঠক শাহের । রবিবারের বৈঠকে দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের উপর দায় ঠেললেন সুকান্ত।

 

রাজ্যের দাবি মানল ডিভিসি

বঙ্গে সবে প্রবেশ করেছে বর্ষা। এখনও দক্ষিণবঙ্গে তেমনভাবে শুরু হয়নি ভারী বৃষ্টি। তার আগেই জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে দুবার বৈঠক সেরে ফেলেছে রাজ্য সরকার। বৃষ্টির মরশুমে বন্যা পরিস্থিতি এড়াতে, ডিভিসিকে একবারে ৫০ হাজার কিউসেকের বেশি জল না ছাড়ার অনুরোধ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই অনুরোধেই এবার মান্যতা দিল ডিভিসি।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola