
BJP vs TMC: বারুইপুরে শুভেনদুর মিছিল, পথে তৃণমূলের জোড়া মঞ্চ! উত্তপ্ত বারুইপুর
ABP Ananda Live: বারুইপুরে শুভেনদুর মিছিল, একই পথে তৃণমূলের জোড়া মঞ্চ! মিছিলের পাল্টা সভায় উত্তপ্ত বারুইপুর। শুভেনদুর বারুইপুর-অভিযানে তুলকালাম। ২৬-এর আগে পথের কাঁটা সরাতে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। অভিযোগ শুভেনদুর। বারুইপুরে তৃণমূলের বিক্ষোভের জের শুভেনদুর রোড শো-র রুট বদল। উলটো পথে এগোল মিছিল। এসপি অফিসের সামনে সভা বাতিল।
গড়িয়ার আদর্শনগরে দম্পতির রহস্যমৃত্যু
গড়িয়ার আদর্শনগরে দম্পতির রহস্যমৃত্যু। ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল দু’জনের দেহ। গতকাল রাতে বছর ৪৫-এর তরুণ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর স্ত্রী আশার দেহ বিছানায় পড়েছিল। বছর ৩৫-এর মহিলার গলায় ফাঁসের দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দম্পতির দুই ছেলেমেয়ে রয়েছে। ঘটনার সময় কেউ বাড়িতে ছিল না। প্রতিবেশীদের দাবি, গতকাল দুপুরেও দম্পতির আচরণে কোনও অস্বাভাবিকতা দেখেননি। স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।