
BJP News: শিক্ষা ও মিড ডে মিলে দুর্নীতি, চুঁচুড়ায় বিজেপি যুব মোর্চার বিক্ষোভে ধুন্ধুমার
ABP Ananda Live: চুঁচুড়ায় বিজেপি যুব মোর্চার বিক্ষোভে ধুন্ধুমার। শিক্ষা ও মিড ডে মিলে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। বিজেপি যুব মোর্চার মিছিলে বাধা পুলিশের। পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি। চুঁচুড়ার শিক্ষাভবনে যুব মোর্চার বিক্ষোভে উত্তেজনা।
'চাকরি বিক্রির নামে ৭৮ কোটি টাকা তুলেছিলেন', বিজেপি নেতা অরুণকে সমন CBI -র
বিজেপি নেতা অরুণ হাজরার নামে সমন জারি CBI-এর। CBI-এর বিশেষ আদালতে বিজেপি নেতার বিরুদ্ধে সমন জারি । একমাসের মধ্যে আদালতে এসে হাজিরা দেওয়ার নির্দেশ বিজেপি নেতাকে। এজেন্ট নিয়োগ করে চাকরি বিক্রির নামে ৭৮ কোটি টাকা বাজার থেকে তুলেছিলেন অরুণ হাজরা আগেই চার্জশিটে দাবি সিবিআইয়ের।
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ। খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। CBI-এর মামলায় জামিনের আবেদন খারিজ। 'তদন্ত এখনও শেষ হয়নি, পুরসভায় অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অয়ন শীলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে', দাবি CBI-এর।