
BJP Protest: বারুইপুরে শুভেন্দুর ওপর হামলা, প্রতিবাদে চুঁচুড়ায় জিটি রোড অবরোধ
ABP Ananda Live: বারুইপুরে শুভেন্দুর ওপর হামলা, প্রতিবাদে জিটি রোড অবরোধ। চুঁচুড়ায় রবীন্দ্রনগরে জিটি রোড অবরোধ-বিক্ষোভ বিজেপির। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ চলছে। ঘটনাস্থলে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। গতকাল তৃণমূল-বিজেপির জোড়া কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। বিরোধী দলনেতার গাড়ি ঘিরে বিক্ষোভ, দেখানো হল কালো পতাকা। শুভেন্দু অধিকারীকে গো-ব্য়াক, চোর স্লোগান দেওয়া হয়।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের পর এবার সাক্ষ্য দিলেন আরও এক আত্মীয়
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের পর এবার সাক্ষ্য দিলেন আরও এক আত্মীয়। ব্যাঙ্কশাল কোর্টে ED-র বিশেষ আদালতে এই সাক্ষ্যগ্রহণ পর্ব চলে। নিয়োগ দুর্নীতি মামলায় ED-র তদন্তে উঠে আসে পার্থ চট্টোপাধ্য়ায়ের প্রয়াত স্ত্রীর নামে পিংলায় স্কুল তৈরির কথা। ED সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় কৃষ্ণচন্দ্র অধিকারীর নামে স্কুলের জমি কেনা হয়। প্রাক্তন মন্ত্রীর ওই আত্মীয়ই এবার ED-র বিশেষ আদালতে সাক্ষ্য দিলেন