WB News :'কে কত টাকা তুলেছে... সব স্পষ্ট', ইডি হেফাজতে জীবনকৃষ্ণ, ছবি দেখিয়ে বিস্ফোরক শুভেন্দু

ABP Ananda LIVE : ইডি হেফাজতে জীবনকৃষ্ণ। ছবি দেখিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। নিশানায় অভিষেক। তৃণমূল বিধায়ক হওয়ার পর চাকরি বিক্রির নেটওয়ার্ক তৈরি করেন জীবনকৃষ্ণ। কে কত টাকা তুলেছে, কোথায় গেছে, ছবিতে সব স্পষ্ট'।স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায়, জীবনকৃষ্ণ সাহা ও তাঁর আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। এমনকী অযোগ্য চাকরিপ্রার্থীদের ঘুষের টাকা ব্যাঙ্কের মাধ্যমেও নেওয়া হয়েছে। তৃণমূল বিধায়ককে গ্রেফতারির পাশাপাশি এমন তথ্যই সামনে এল ED সূত্রে। 

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর পাশাপাশি তদন্ত করেছে ED-ও। মূলত আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  যে কারণে, CBI-এর পর ED-রও আতসকাচের তলায় ছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। CBI-এর মামলায় জামিন পেলেও, তাঁর উপর নজর ছিল ED-র। সূত্রের দাবি,নিয়োগ দুর্নীতি মামলায়, তৃণমূল বিধায়ক ও তাঁর আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। অ্যাকাউন্টে জমা পড়েছে নগদও। এমনকী অযোগ্য চাকরিপ্রার্থীদের ঘুষের টাকা ব্যাঙ্কের মাধ্যমেও নেওয়া হয়েছে বলে ED সূত্রে দাবি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola