Sujan Chakraborty: 'লুঠের ভূত ঢুকে আছে...টাকা লুঠ করার জন্য', কোন প্রসঙ্গে এই মন্তব্য সুজনের?
ABP Ananda Live: 'লুঠের ভূত ঢুকে আছে...টাকা লুঠ করার জন্য', রাজ্যের আবাস যোজনা প্রসঙ্গে মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। পূর্ব বর্ধমানের কাটোয়ায় আবাস তালিকায় ভূতুড়ে নাম। একজনেরই নাম উঠেছে ৫ বার। কাটোয়া ২ নম্বর ব্লকের জগদানন্দপুর পঞ্চায়েতের আমডাঙা ও মুস্থলি গ্রামে অবাক করা ছবি। সমীক্ষায় গিয়ে হতবাক বিডিও অফিসের কর্মীরা। আবাস তালিকায় সুদেষ্ণা রায় বলে একজনের নাম রয়েছে ৫ জায়গায়। উপভোক্তার নাম এক হলেও, স্বামী বা বাবার নাম আলাদা। ৫টি আলাদা ঠিকানায় খোঁজ নিতে গেলে সুদেষ্ণা রায়ের বাবা ও স্বামীর খোঁজ মিলেছে। শত খোঁজাখুঁজি করেও অস্তিত্ব মেলেনি উপভোক্তা সুদেষ্ণা রায়ের।
আরও খবর, খাবারের টাকা জমিয়ে যন্ত্র কিনুন। চোখে চোখ রাখলে, চোখ তুলে নিতে হবে। নাম না করে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি বাঁকুড়ার বিজেপি বিধায়কের। এটাই ওদের সংস্কৃতি, পাল্টা তৃণমূল।