Sonarpur News : সোনারপুরে কাস্টমস অফিসারকে মারধরের ঘটনায় মামলা দায়েরের আবেদন

Continues below advertisement

ABP Ananda LIVE : সোনারপুরে কাস্টমস অফিসারকে মারধরের ঘটনায় মামলা দায়েরের আবেদন। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা দায়েরের আবেদন হাইকোর্টে। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। তদন্তে SIT গঠনের নির্দেশ দিক আদালত, আবেদন করা হয়েছে মামলায়। আদালতের নজরদারিতে তদন্তের আবেদন হাইকোর্টে।

আরও খবর...

আর এই খবর করতে গিয়ে ভয়ঙ্কর ভাবে বাধা পেল এবিপি আনন্দ। খবর কভার করতে গেলেই কয়েকদন লোক এসে প্রথমে ঢুকতে বাধা দেন। তারপর অকথ্য ভাষায় গালাগালি দেয় তারা। তারপর কেড়ে নেওয়ার চেষ্টা হয় বুম মাইক। তারপর গলায় ধাক্কা দেওয়া হয়। এরপর এবিপি আনন্দর প্রতিনিধিদের প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। গতকাল থেকেই ইডি এই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালাচ্ছে। আর প্রতিবারের মতোই পুঙ্খানুপুঙ্খ খবর করছে এবিপি আনন্দ। ED-র অভিযান চলাকালীন মেনগেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন এবিপি আনন্দর প্রতিনিধি ভিতরে ছিল ED-র গাড়ি, আচমকা ৩-৪ জন এসে ধাক্কা দেয়, ছবি তুলতে বাধা দেয়।  প্রথমে গায়ে ও গলায় সজোরে ধাক্কা দেওয়া হয়। এরপর ছবি তুলতে বাধা দেওয়া হয়। কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, ক্যামেরা ও বুম।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola