WB News : কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ED-র চার্জশিট, মামলার অনুমতি রাজ্য়পালের

ABP Ananda LIVE: মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ED-র চার্জশিট, মামলার অনুমতি রাজ্য়পালের।প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ED-র করা মামলায় চাপের মুখে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। চার্জশিটে কেন্দ্রীয় এজেন্সির দাবি, ২০১৬-র পর থেকে ৫ বছরে মন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা নগদ জমা পড়েছে। তদন্তকারীদের অনুমান, এটা চাকরি-বিক্রির টাকা। অন্যদিকে, কারামন্ত্রীর বিরুদ্ধে ED-কে মামলা করার অনুমতি দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

প্রথম থেকেই ইডি-র তরফে অভিযোগ আনা হচ্ছিল, চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে যে ৪০ লক্ষ টাকা তারা বাজেয়াপ্ত করেছিল, তার কোনও হিসাব তিনি দিতে পারেননি। গত বুধবার সন্ধেয় যে চার্জশিট জমা পড়েছে, তাতে ইডি-র তরফে একটি চাঞ্চল্যকর অভিযোগ পেশ করা হয়েছে। সেই অনুযায়ী তারা দাবি করেছে, চন্দ্রনাথ সিনহার দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বোলপুরে। তাঁর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট যখন ব্যাঙ্ক থেকে নেওয়া হয়, সেটা খতিয়ে দেখা যায় যে, ২০১৬ সাল থেকে ২০২১ সাল, এই পাঁচ বছরের মধ্যে চন্দ্রনাথ সিনহার এই দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি টাকা নগদ জমা পড়েছে। ক্যাশ ডিপোজিট হয়েছে। এই তথ্য সামনে রেখে ইডি-র তরফে দাবি করা হচ্ছে, যখন চন্ত্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কোনও সঠিক তথ্য দিতে পারেননি। টাকা কোথা থেকে এল সেটার উৎস তিনি জানাতে পারেননি। কেন ইডি আধিকারিক মনে করছেন, এই টাকা চাকরি বিক্রির টাকা ?  ইডির তরফে দাবি করা হচ্ছে, ঠিক সেই সময় চন্দ্রনাথ সিনহার নামে কুন্তল ঘোষের যে ডায়েরি রয়েছে, সেই ডায়েরিতে তাঁর নাম লেখা রয়েছে। টাকার হিসাব লেখা হয়েছে। সবমিলিয়ে একাধিক অভিযোগ রয়েছে চার্জশিটে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola