WB News : সিঁথি থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর থেকে প্রায় আড়াই কেজি সোনা লুঠ !

Continues below advertisement

ABP Ananda LIVE : সিঁথি থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর থেকে প্রায় আড়াই কেজি সোনা লুঠ ! বড়বাজার থেকে সোনা নিয়ে ফেরার পথে আগ্নেয়াস্ত্র দেখিয়ে আড়াই কোটি টাকা মূল্যের সোনা লুঠ !স্কুটারে সিঁথির বাড়িতে ফিরছিলেন ওই ব্যবসায়ী। স্কুটারের ডিকিতে রাখা ছিল ২ কেজি ৩৮০ গ্রাম সোনা। রাত ৮টার পরে বাড়ির সামনে এসে গেট খোলার সময় চড়াও ২ দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্কুটার ও গয়না নিয়ে চম্পট ২ দুষ্কৃতীর।

আরও খবর...

শিলিগুড়িতে নির্মলা সীতারমণের বিমানের জরুরি অবতরণ! ভুটান যেতে না পেরে দিল্লিতে ফিরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

সূত্রের খবর, বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ি সংলগ্ন এক বেসরকারি হোটেলে রাত কাটান। শুক্রবার ভোর পাঁচটার সময় তিনি ফের ভুটানের উদ্দেশ্যে রওনা দিতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন, তবে এদিনও উত্তরবঙ্গের আকাশে ঘন মেঘ এবং প্রবল বৃষ্টির কারণে ফ্লাইট উড়তে পারেনি। বিমানটি গতকাল ভুটানের থিম্পুর উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘন মেঘ, বজ্রবিদ্যুৎ ও প্রবল দমকা হাওয়া শুরু হয়। নিরাপত্তার স্বার্থে পাইলট বিমানটিকে বাগডোগরায় নামিয়ে আনেন। বিমানবন্দর কর্তৃপক্ষ তৎক্ষণাৎ জরুরি প্রটোকল চালু করে যাত্রী ও ক্রুদের নিরাপদে নামিয়ে আনেন। উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি চলছে। ঘন মেঘের কারণে বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। ভুটান ও উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রুটে বিমান পরিষেবা আপাতত স্থগিত করা হয়েছে। অবশেষে সকালেই দিল্লি ফেরার সিদ্ধান্ত নেন অর্থমন্ত্রী এদিকে, শক্তি হারালেও রাজ্য জুড়ে এখনও 'মোন্থা'র প্রভাব। দার্জিলিং পাহাড়ে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি। কার্শিয়ঙের একাধিক এলাকায় রাত জুড়ে লোডশেডিং। খারাপ আবহাওয়ার কারণে সান্দাকফু-সহ পার্শ্ববর্তী এলাকায় পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola