WB News : উচ্চমাধ্যমিকের ফল বেরনোর ৩ মাস পর, এখনও কলেজগুলিতে শুরু হয়নি ভর্তির প্রক্রিয়া
ABP Ananda LIVE : উচ্চমাধ্যমিকের ফল বেরনোর ৩ মাস পর, এখনও কলেজগুলিতে শুরু হয়নি ভর্তির প্রক্রিয়া। এই পরিস্থিতিতে ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে সায়েন্স ও আর্টসে ভর্তি শেষ হয়ে গিয়ে ক্লাসও চালু হয়ে গেছে। জটের কারণে, উচ্চমাধ্যমিকের ফল বেরনোর ৩ মাস পর, এখনও ৩৫০-র বেশি কলেজে শুরু হয়নি ভর্তির প্রক্রিয়া। এই পরিস্থিতিতে ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে সায়েন্স ও আর্টসে ভর্তি শেষ হয়ে, ক্লাসও চালু হয়ে গেছে। কিন্তু কোন প্রক্রিয়া এটা সম্ভব হল? কর্তৃপক্ষ জানাচ্ছে, আপাতত হাইকোর্টের নির্দেশ মেনে ২০১০-এর আগের নিয়ম অনুযায়ী OBC-দের জন্য ৭ শতাংশ সংরক্ষণ রেখে ভর্তি প্রক্রিয়া শুরু করেছিল তারা। ১০ শতাংশ খালি রেখে বাকি ৯০ শতাংশ আসনে ভর্তি করা হয়েছে। আদালতের পরবর্তী রায় দেখে, বাকি ১০ শতাংশে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে যাদবপুরের মতো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়তেও রাজ্য সরকারের ভর্তি প্রক্রিয়াও, রাজ্যের কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে হয় না। অথচ যাদবপুর বিশ্ববিদ্যালয় যা পেরেছে, প্রেসিডেন্সির পক্ষে তা সম্ভব হয়নি। কারণ, তাদের প্রবেশিকার দায়িত্বে থাকে জয়েন্ট এন্ট্রার্স বোর্ড। কিন্তু OBC জটের কারণে প্রবেশিকার ফল বেরোয়নি। এই প্রেক্ষাপটে জয়েন্ট এন্ট্রার্স বোর্ডের অধীনে থাকতে না চেয়ে উপাচার্যকে চিঠি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ।