WB News: ED অফিসার সেজে প্রতারণার অভিযোগ,১৪ দিনের ED হেফাজতে জিন্নার আলি
ABP Ananda LIVE :WB News: ED অফিসার সেজে প্রতারণার অভিযোগ,১৪ দিনের ED হেফাজতে জিন্নার আলি, বড় র্যাকেট কাজ করছে জানিয়েছে Enforcement Directors । ৫ বছর ধরে কোটি কোটি টাকা তুলেছে জিন্নার আলি আদালতে দাবি ED-র। ED অফিসার সেজে বালি ব্য়বসায়ীকে হুমকি দিতেন জিন্নার আলি বলে অভিযোগ।
বিজেপি-র রাজ্য সভাপতি হওয়ার পথে শমীক, মনোনয়নে সুকান্ত-শুভেন্দুকে পাশে পেলেন, ধারেকাছেও দেখা গেল না দিলীপকে
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গ বিজেপি-র ব্য়াটন কি শমীক ভট্টাচার্যের হাতে? বুধবার দুপুরে সেই সম্ভাবনা আরও জোরাল হয়ে উঠল। কারণ পশ্চিমবঙ্গে বিজেপি-র সভাপতি হওয়ার জন্য অন্য মনোনয়নপত্র জমা দিলেন শমীক। আর কেউ রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে শামিল হননি। ফলে শমীকই রাজ্য বিজেপি-র পরবর্তী সভাপতি হতে চলেছেন বলে একরকম ঠিক হয়ে গেল। তবে মনোনয়ন কেন্দ্রের ধারেকাছেও এদিন দেখা গেল না বিজেপি-র একদা রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। (West Bengal BJP)
একদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, অন্য দিকে, রাজ্যসভাপতি, এতদিন দুই দায়িত্বই সামলাচ্ছিলেন সুকান্ত মজুমদার। বিধানসভা নির্বাচনের আগেই নতুন রাজ্য সভাপতি নিযুক্ত করা হবে বলে খবর ছিলই। কিন্তু কার হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, সেই নিয়ে জল্পনা ছিল। অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায় থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামও উঠে আসছিল লাগাতার। এমনকি, RSS-এর সুপারিশে দিলীপকেও পুনরায় বিজেপি-র রাজ্য সভাপতি করা হতে পারে বলে আশাবাদী ছিলেন অনেকে। শেষ পর্যন্ত বুধবার দুপুর ৩টে নাগাদ শমীক যখন মনোনয়নপত্র জমা দিলেন, তত ক্ষণ পর্যন্ত অন্য কেউ তাঁকে চ্যালেঞ্জ জানাননি। (Samik Bhattacharya)।