WB News: মাহেশতলার স্রম্পীতি উড়ালপুলে দুর্ঘটনা, গাড়ির সঙ্গে সংঘর্ষ বাইকের
ABP Ananda Live: মাহেশতলার স্রম্পীতি উড়ালপুলে দুর্ঘটনা। গাড়ির সঙ্গে সংঘর্ষ বাইকের। এক বাইক আরোহীর মৃত্যু, আরেকজনের অবস্থা আশঙ্খাজনক। আহত হয়েছেন গাড়ির চালকও। সাতসকালে সায়েন্স সিটির কাছে মা উড়ালপুলের ওপর দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা গাড়ি ট্যাক্সির পিছনে ধাক্কা মারে। গাড়ির চালক আহত হন। সকাল ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে।
আরও খবর, গোসাবায় মন্ত্রী বঙ্কিম হাজরাকে ঘিরে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ। স্থানীয় বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। '২০২১-এ উপ নির্বাচনের সময় দেড় কোটি টাকা নিয়ে ফেরত দিচ্ছেন না বিধায়ক'। সুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় তৃণমূল বুথ সহ-সভাপতির। মন্ত্রী-সাংসদ-বিধায়কের সামনে ক্ষোভ উগরে দেন তৃণমূলকর্মীদের একাংশ। অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে দল, জবাব বিধায়ক সুব্রত মণ্ডলের। মেজাজ হারিয়ে হুঁশিয়ারিও দিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা। কোনও বাজে কথা বললে কারও রেহাই নেই, হুঁশিয়ারি বঙ্কিমের। গোসাবা বিডিও অফিসে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন বঙ্কিম হাজরা, সুব্রত মণ্ডল ও প্রতিমা মণ্ডল। সুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় তৃণমূল বুথ সহ-সভাপতির। অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে দল, জবাব বিধায়ক সুব্রত মণ্ডলের।