WB News: যেই জায়গায় একাধিক অপরাধমূলক কাজ হচ্ছে,সেখানে বেশি করে পুলিশ মোতায়েন করতে হবে : নজরুল ইসলাম

ABP Ananda LIVE: মৃত রাজ্জাক খাঁ ভাঙড়ের চালতাবেড়িয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতি। খুনের পর থেকেই থমথমে ভাঙড়। রাতেই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।  ভাঙড়ের বিজয়গঞ্জে যেখানে গুলিবিদ্ধ হন রাজ্জাক খাঁ, সেখান থেকে ভাঙড় থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে । পুলিশ কুকুর নিয়ে এসে ঘটনাস্থলে তল্লাশি করা হয়েছে । এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। হামলার সময়ে রাজ্জাক খাঁর সঙ্গে থাকা ২ তৃণমূল কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর সূত্রের। প্রশ্ন উঠছে , হামলার আগে নিহত ব্যক্তি কোথায় কোথায় গিয়েছিলেন? কেউ কি আগে তাঁকে হুমকি দিয়েছিল ? কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক আক্রোশ? কী কারণ হামলার পিছনে? খতিয়ে দেখছে পুলিশ। এই খুন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক নেতাদের দায় ঠেলাঠেলি। 'পিছনে নৌশাদ' মনে করছে তৃণমূলের কর্মীরা। সওকত জানিয়েছেন, এদিন দুটো মিটিং-এ ছিল তাঁর। বাড়ি ফিরছিলেন রাজ্জাক। ভাঙড়ে ISF আশ্রিত দুষকৃতীরা এই ধরনের কাজ করছে বলে সন্দেহ বিধায়কের।  অন্যদিকে আইএসএফের অভিযোগ, 'তৃণমূল দলের কোন্দলেই খুন হয়েছেন এই নেতা'।     

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola