WB News : রবীন্দ্রনগরে হত্যার ঘটনায়,রাজস্থানের অজমেঢ় থেকে গ্রেফতার অভিযুক্ত হাসানুল গাজি ওরফে মিঠু
ABP Ananda LIVE : রবীন্দ্রনগরে ব্যবসায়ী হত্য়ার সুপারি কিলার গ্রেফতার। রাজস্থানের অজমেঢ় থেকে গ্রেফতার হাসানুল গাজি ওরফে মিঠু।এই নিয়ে সুদের কারবারি হত্যায় ধৃতের সংখ্যা বেড়ে ৪।নিজের বাড়িতেই ডেকে এনে ওই ব্যবসায়ীকে খুন করেছিল হাসানুল।হত্যার পর বস্তাবন্দি দেহ বাড়ির পিছনে ঝোপে ফেলে পালিয়ে গেছিল হাসানুল।
প্রশাসনে আইপ্যাকের হস্তক্ষেপের অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর
প্রশাসনে আইপ্যাকের হস্তক্ষেপের অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর ।তদন্তের দাবিতে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি বিরোধী দলনেতার রাজ্যের সরকার ও প্রশাসনে হস্তক্ষেপ করছে আইপ্যাক, অভিযোগ শুভেন্দু অধিকারীর ।'IAS, WBCS-সহ সরকারি আধিকারিকদের নির্দেশ দিচ্ছে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা'।এটা ক্ষমতার অপব্যবহার, অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রীকে নালিশ শুভেন্দু অধিকারীর ।আর্থিক দুর্নীতিও হতে পারে, অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার ।এটা শুধু প্রশাসনিক ইস্যু নয়, গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, দাবি শুভেন্দু অধিকারীর।