SSC News : আজ SSC ভবন অভিযান চাকরিহারা শিক্ষকদের একাংশের, তার আগে সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ

ABP Ananda LIVE: আজ SSC ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। তার কয়েক ঘণ্টা আগে মিছিলের অন্যতম আয়োজক সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ। সুমন বিশ্বাসের ব্যান্ডেলের বাড়িতে চন্দননগর কমিশনারেটের পুলিশ।

আজ SSC ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। তার কয়েক ঘণ্টা আগে মিছিলের অন্যতম আয়োজক সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ। সুমন বিশ্বাসের ব্যান্ডেলের বাড়িতে চন্দননগর কমিশনারেটের পুলিশ। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ পুলিশের একটি দল তাঁর বাড়িতে পৌঁছায়। তাঁর খোঁজ করে। বাড়িতে ঢুকে তল্লাশি করে বলে দাবি সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের। তারপরও কিছু সময় পুলিশ ছিল সুমনের বাড়ির সামনে। কিন্তু, তাঁকে না পেয়ে ফিরে আসে। তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন সুমন।

সুমনের ভাই বলেন, "আমার মা অসুস্থ। চোর ধরার মতো পুলিশ এসে তল্লাশি করছে। দাদার অপরাধ কী ? সে তো শান্তিপূর্ণ আন্দোলন করছে। সুবল সোরেন মারা গেল। তাঁদের জন্য লড়াই করছে।"যোগ্য শিক্ষক-শিক্ষিকা যোগ্য শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং নট কলড ফর ভেরিফিকেশন ও অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন। চাকরিহারা শিক্ষকদের এসএসসি অভিযানের ডাক দিয়েছিলেন সুমন। সেই মর্মে ই মেল করেছিলেন। গতকাল বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন। আজ এসএসসি অভিযানে গন্ডোগোল হতে পারে, পুলিশকে বোমা মারার কথা বলতে শোনা যায় ওই অডিওতে। আন্দোলন আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণ করার কথা বলা হলেও হিংসার আশঙ্কা করে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola