WB News: গতকাল TMC-র শহিদ দিবস পালনের দিন পাল্টা কর্মসূচী সংগ্রামী যৌথ মঞ্চের
ABP Ananda LIVE : গতকাল TMC-র শহিদ দিবস পালনের দিন পাল্টা কর্মসূচী সংগ্রামী যৌথ মঞ্চ।
সন্দেশখালিতে ৯ কোটি টাকার জাল নোট উদ্ধারে গ্রেফতার মহিলা। রামপুরহাট থেকে গ্রেফতার তিস্তা সেন রাজারহাটের বাসিন্দা। এই নিয়ে সন্দেশখালি জাল নোটকাণ্ডে মোট গ্রেফতার ৩। ব্যবসায়ীদের মোটা টাকার ঋণ পাইয়ে দেওয়ার টোপ দিতেন তিস্তা, খবর পুলিশ সূত্রে। নগদে মোটা অঙ্কের প্রসেসিং ফি নিতেন ধৃত তিস্তা সেন: পুলিশ সূত্র। ঋণের টাকার মধ্যে নকল টাকা মিশিয়ে দিতেন তিস্তা সেন, দাবি পুলিশ সূত্রে। আসানসোলের এক ব্যবসায়ীকে ২২ লক্ষ টাকা প্রতারণা, খবর পুলিশ সূত্রে। জমি, ফ্ল্যাট বিক্রির নামেও প্রতারণা, দাবি পুলিশ সূত্রে। সাইবার জালিয়াতির অভিযোগে আগেও কলকাতা পুলিশের হাতে গ্রেফতার তিস্তা। জামিনে ছাড়া পেয়ে ফের প্রতারণার কারবারে জড়ান, দাবি পুলিশ সূত্রে।