WB News: সেনাবাহিনী, তৃণমূলের মঞ্চ খোলায় সংঘাতের আঁচ ছড়াল রাস্তা থেকে বিধানসভায়
ABP Ananda LIVE : সোমবার মেয়োরোডে তৃণমূলের মঞ্চ খোলা দিয়ে সেনা ও রাজ্য সরকারের যে সংঘাতের সূচনা হয়েছিল, আজ তা একেবারে চরমে পৌঁছল। রাজপথ থেকে আঁচ গিয়ে পড়ল একেবারে বিধানসভা অবধি। আজ প্রথমে মহাকরণের কাছে কলকাতার পুলিশ কমিশনারের গাড়ির সামনে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে, সেনার ট্রাকচালকের বিরুদ্ধে FIR করল পুলিশ। আবার অন্যদিকে বিধানসভার ভিতরে একটি প্রস্তাব নিয়ে আলোচনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে যে সেনা অভ্যুত্থান হয়েছিল, যেভাবে নির্বিচারে বাঙালিদের হত্যা করা হয়েছিল, সোমবার কলকাতায় সেনাবাহিনীর ভূমিকা সেই ছবিটা আরও একবার মনে করিয়ে দিয়েছে। সেনার অপমানের অভিযোগে প্রতিবাদে সরব হন শুভেন্দু অধিকারী। তাঁকে গোটা অধিবেশনের জন্য় সাসপেন্ড করে দেন অধ্য়ক্ষ! যদিও নিজের অবস্থানে অনড় থেকে পাল্টা যুক্তি দিয়েছেন ব্রাত্য বসু।