BJP News : বিজপিতে যোগ দিলেন আলিপুরদুয়ারের জেলা তৃণমূল সহ সভাপতি
ABP Ananda Live: ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরে এবার আলিপুরদুয়ারের তৃণমূল নেতা। বিজপিতে যোগ দিলেন আলিপুরদুয়ারের জেলা তৃণমূল সহ সভাপতি। তৃমমূলব ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ফালাকাটার আরও ১৫টি পরিবার।
আরও খবর...
২০০২-এর ভোটার তালিকা দেখবেন কীভাবে? কী কী পদ্ধতিতে চট করে পাবেন নিজের নাম?
অন্যদিকে, BLO দের ঘাড়েই SIR-এ র মূল দায়িত্ব! কিন্তু কী করে জানবেন আপনার BLO কে? তাঁর কাছে যদি কিছু জানার থাকে তাহলে কী করবেন? নির্বাচন কমিশন সূত্রে খবর, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটাররা সরাসরি Booth Level Officer বা BLO-র সঙ্গে কথা বলার সুযোগ পাবেন, ‘Book-a-Call with BLO’-র মাধ্যমে। তার জন্য ডাউনলোড করতে হবে ecinet অ্যাপ।
Connect with election officials- এ গিয়ে এপিক নম্বর টাইপ করলেই মিলবে BLO সংক্রান্ত তথ্য। পাশাপাশি, হেল্প লাইনও চালু করেছে ECI। টোল ফ্রি নম্বরটি হল 1800-11-1950। পরিষেবা মিলবে সকালে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। ভোট সংক্রান্ত যে কোনও রকম তথ্য, মতামত এবং অভিযোগ জানানো যাবে 1950 নম্বরে। অভিযোগ জাবানো যাবে complaints@eci.gov.in মেল আইডিতে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন স্থানীয় ভাষায় উত্তর দেওয়ার জন্য State Contact Centre বা SCC এবং Distric Contact Centre বা DCC তৈরি করা হয়। যে কোনও অভিযোগ ও প্রশ্নের জবাব দিতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে।