Voter Card on Road: ভূতুড়ে ভোটার বিতর্ক, রাস্তায় রাশি রাশি ভোটার কার্ড উদ্ধার
ABP Ananda Live: ভূতুড়ে ভোটার বিতর্কের মধ্যেই নদিয়ায় উদ্ধার উত্তর ২৪ পরগনার ভোটার কার্ড। শান্তিপুরে বস্তাভর্তি ভোটার কার্ড উদ্ধার। আসল না নকল, খতিয়ে দেখছে পুলিশ।
লন্ডন যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর
'২ বছর পরপর আমরা বাইরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু একদল লোক আছে, যাঁরা কুচক্রী। জাপান আমাদের বারবার আমন্ত্রণ জানিয়েছে, ২ বছর পর যাব। পোলান্ড, অস্ট্রেলিয়া, কানাডাও আমন্ত্রণ জানিয়েছে', জানালেন মুখ্যমন্ত্রী। লন্ডন যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর। টাস্ক ফোর্সে প্রশাসনিক দিকের দায়িত্বে বিবেক কুমার, প্রভাত মিশ্রর মতো IAS-রা। থাকবেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজিপি রাজীব কুমার ও সিপি মনোজ ভার্মা। মন্ত্রীদের মধ্যে দায়িত্বে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসুরা। দায়িত্বে থাকবেন অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। দলের বিষয়টা দেখে নেবেন সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়।