WB School Reopening: ব্যাগ, জুতো স্যানিটাইজ করে স্কুলচত্বরে প্রবেশ, দেখুন ফিউচার ফাউন্ডেশনের ছবি | Bangla News

Continues below advertisement

আজ থেকে ফের রাজ্যে খুলে গেল স্কুল। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শুরু ক্লাস। সরকারি স্কুলগুলির পাশাপাশি খুলেছে বেসরকারি স্কুলগুলিও। কোভিডবিধি মেনেই খুলেছে ফিউচার ফাউন্ডেশন স্কুলের (Future Foundation School) দরজা। ধাপে ধাপে শুরু ক্লাস। ছাত্রছাত্রীদের হাত, ব্যাগ, জুতো স্যানিটাইজ করে স্কুলচত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে। দূরত্ববিধি মেনে চলার জন্যও নেওয়া হয়েছে ব্যবস্থা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram